নতুন পথের উন্মেষ ঘটবেই


মস্তিস্কে রক্তক্ষরণ,
এক সময় মাথা হিম হয়ে যায়
কিছু কিছু ঘটনার অবতারণা;
একমাত্র মানুষ!
তার ইতিহাস নিজেই বদলায়।


মানুষ বোধ হয়,
সেই প্রাগৌতিহাসিক!
অমানবিক স্বেচ্ছাচারিতার;
ঘোর নেশায় এখনও মাতাল।


আবার এর উল্টাও
মানুষ তার ইতিহাস নিজেই গড়ে,
সেখানেও বিস্ময়!
সৃষ্টির সেরা জীব বলে প্রতীয়মান।


যত রক্ত মাটিকে লালে সিক্ত করুক
শুদ্ধ বীজে অঙ্কুর জাগবেই;
সীমানা পেরিয়ে!
নতুন পথের উন্মেষ ঘটবেই।


১৪২১@৩১ ভাদ্র, শরৎকাল।