আশ্বিনের জল ডুবা জোছনা ছায়া


আশ্বিনের জল ডুবা জোছনা ছায়া
টলটলে বৃষ্টির মাখামাখি রাত; কার্নিশে তন্দ্রায় শিন শিন হাওয়া গলে
ঘরে ঢুকে পরে স্যাঁতসেঁতে ঘ্রাণ; অমানিশার মাদকতায় চঞ্চল আঁধার
গভীর রাত হয়ে উঠে বন্য মাতাল।


ঝর ঝর বৃষ্টির আন কড়া বিলাপ
ঘরজুড়ে কবিতার শ্রোতা যেন নির্লিপ্ত; শুধু শুধু চেয়ে দেখে
জীব আর জড় কোনা গুলোর; নির্ভার চলা ফেরা আঁধার বুকে
বৃষ্টি ভেজা জোছনা ছায়া খিড়কি ছুঁয়েছিল বোধ হয়।


যেন মহুয়া মাতাল নেশায় ঘরময়
কুলাঙ্গার স্বপ্নেরা শিকার সীৎকারে ডুবে; অনাহারি রাতের বাসনা কুঞ্জ
সবার সমীপে উম্মুক্ত আলখেল্লা দোর; ঘরে শুধু নিবিড় মৌনতা
রাতভর সময়ের বির্মষ কঙ্কাল প্রহরায় দাঁড়িয়ে।


১৪২১@০৭ আশ্বিন, শরৎকাল।