হাওয়া মাতম ভুলেছে


হাওয়া মাতম ভুলেছে
কার্তিকের ওম গায়ে হেমন্ত; যেন ভেজা বিড়াল!
শিশির ঝরে জুবুথুবু ধুলোর আবির ধুয়ে যায়
আধা ধৌত যেন সবুজ ঘাসের শরীর।


সেই ঘাসের শরীরে মাকড়সার জালে
লেপটে থাকে লাল ডানা ফড়িং
শিশির ভেজায় সিক্ত শরীর তার;
সকালের হলুদ আলোয় আড়মোড়া ভাঙ্গে।


আড়মোড়া ভাঙ্গে তিলা ঘুঘুর
শিশিরে ভেজা সজনে ডালে বসে;
কাকের ডাক শুনে পালিয়ে যায় কাঠবিড়ালী
পুঁই মাচার সবুজ ডগা মারিয়ে।


মেঠোপথে ধুলোর আবিরে
হেমন্তের ভাসা ভাসা বর্ণ,
এখন পায়ের ছাপ আঁকে; মারিয়ে যাওয়া ঘাসে
কৃষক বাউল পথিক রাখাল বালকের।


১৪২১/২৮, কার্তিক/হেমন্তকাল।