কত কাল ধরে হাঁটছি?


পদ্যের অঙ্গুল ছোঁয়ায়
ভোতা বোধের প্রাঞ্জল আষ্ফলন
কি জানি, কি হয়?
নতুন পথের মতো দিশেহারা;
যদি খুঁজতে যাই তারে!
সেই, অচেনা পথে
অচেনা পাহাড় পথ ঘুরে গঞ্জে
খোলা আকাশ আর
আগের মতো নেই;
ভাবনায় খিল এঁটে দেয়
তার অচেনা ঠিকানায়
খসে পরা শঙ্খচিলের পালক
ঢেকেছিল ধুলার পথে;
অমোঘ মায়ার চিতল হরিণ
সেই যে সবুজ ঘন বনে হারিয়ে গেল
খুব খুব সহজেই!
ঠিক তারই মতো
বিচিত্র হারানো বিষাদ সুখ


সেই পথ দিয়ে কত বার?
কত কাল ধরে হাঁটছি?


১৪২১/১৬ অগ্রহায়ণ/হেমন্তকাল