এবং পথিক


হাওয়ার মতো হালকা বায়ে
উড়ে উড়ে ভেসে ভেসে,
যেতাম যদি তেপান্তরের মাঠ পেরিয়ে!
অচেনা সব নগর বন্দর ঘুরে ফিরে
আঁজলা ভরে নদীর জলে,
প্রাণ ভরে তৃঞ্চা মিটে;


পাখপাখালির ঝাঁকের ভিতর
কুড়িয়ে কটা ঝরা পালক
হাতের মুঠোয় সাজিয়ে নিয়ে পথিক হাঁটে;
আমায় সাথে করে না মোটে
পথিক সেতো বড্ড একা আমারই মতো,
তারই সাথেই আমিও হাঁটি
অচেনা ঐ পথটি ধরে
কালে কালে যুগে যুগে;


গোল বাঁধলেও দেখে না মোটেও
উদাস পবন কালো মেঘে
হারিয়ে গেল কখন যে সে?


১৪২১/২২, অগ্রহায়ণ/হেমন্ত কাল।