হিম ঘরনার কবিতা


হিম ঘরনার কবিতা
এই পৌষে! ধুলোর পথে,
যখন শিশির কুয়াশায় স্যাঁতসেতে
যেন ঝির ঝিরে বৃষ্টি ছুঁয়েছে
সতেজ সবুজ ঘাসের প্রাণ।


এমন কুয়াশার ভোরে পুকুরের বন্ধ জলে
ডুব সাঁতারে মত্ত পানকৌড়ি
খোলা ঢেউ এ কুয়াশার কুণ্ডলী ভাসে
যেন গরম জলের ধুঁয়া হাওয়ায় উড়ে;


সকালে সূর্যের আলো ঢেকেছে গাঢ় কুয়াশা
বার বার আলোর প্রতাপ সেঁধিয়ে ও ফিরে যায়
বির্মষ মনো রথে; তবুও আলোর
ম্রিয়মাণ ঝাঁপসা ঝলকে
আমলকি বনে মাকড়সার জাল নরে উঠে
গায়ে মেখে উত্তরের হিম।


ঐ পানকৌড়ির জুবুথুবু ভেজা বেশে
যেন পৌষের চাদর গায়;
হিমু বেসে ডানা মেলে বসে থাকে তীরে
কুয়াশার বুক চিরে একটু রোদের অপেক্ষায়
এমন পৌষে যদি একটু উঞ্চতার মিলে।


১৪২১/০৩, পৌষ/শীতকাল।