ঋতুর মায়া শীত


পৌষ জারে জড়িয়ে যায়রে ঋতুর মায়া শীত
কুয়াশার চাদরে ঢাকছে দ্যাখো মেঘ মল্লার দিক,
মা হাসের পিছে পিছে ছুটছে দ্যাখো পুঁচকে ছানার দল
জল কেলিতে মত্ত দ্যাখো ছানার দল ভিজে দিগম্বর।


দিগম্বর সজনে গাছ নাঙা পাতার ডালে শিশিরে যায় ভিজে
ভিজিয়ে যায় উঠুন ধুলো সবুজ ঘাসের গা,
থেমে থেমে শিশির ঝরে টিনের চালে চুঁইয়ে পরে
হাতুড়ী যেন সময়ের পিঠে পৌষের রাতে ঘন্টা বাজে।


ঘন্টা বাজে কনকনে শীতে ভোরে হাওয়ায় কুয়াশা ভাসে
পুড়িয়ে খর পাতা দুহাত ছুঁয়ে ওম কুড়িয়ে শরীর যাচে উঞ্চতা
লাল ফড়িং ভেজা ডানায় লাউ ফুলে বসে থাকে চুপটি করে,
ডোবার ধারে ভেজা কাদায় শালিকের ঝাঁক খাবারের খোঁজে।


খাবার খোঁজে পাতি কাক ডেকে কয়রে কুয়াশার ঝাঁক
ভোর সকালে কোথায় পাবি খাবারের খোঁজ?
দ্যাখ খুঁজে কল তলা, পুকুর ঘাটে, বৌ ঝিদের বাড়ছে ভির
নতুন বৌয়ের কালের দুল নিল কি ঐ বুনো চিল?


১৪২১/০৪, পৌষ/শীতকাল।