সেইতো দুই যুগ আগের বিকেল


সেইতো দুই যুগ আগের বিকেল,
আর আজকের বিকেলের বিস্তর ফারাক;
অফিসের বারান্দায় ছিটেফোঁটা বিকেলের আলো
বিনম্র চোখে দুদণ্ড দেখে ফেরা
টিউব লাইটের আলো ছায়ার কাজের ঘর টায়


সেই বিকেল ছিল দুরন্তপনার
সবুজ ঘাস জুড়ে; দীঘল নীল আকাশ তলে
ঘুড়ি উড়ানের মচ্ছব,
দক্ষিণা বাতাসের সাথে
দুলে দুলে চঞ্চল ফড়িং এর ঝাঁক
ঘুরে বেড়াত নেচে নেচে


আচমকা চন্দনার ঝাঁক ডেকে উড়ে যেত
ঐ দূরে অন্য খানে, অন্য কোন বাঁশ ঝাড়ে
পশ্চিমের আকাশে তখন অন্যরকম
সিমান্তের ধার ঘেঁসে খাঁজ খাঁজ কিছু মেঘ দাড়িয়ে
কিছু মেঘের ফাঁকে সাঁঝের লালিমার উদগিরণ
সেই ঝাপসা আলোয় সারি বেঁধে পাখি উড়ে যায়


১৪২১/২৭, ফাল্গুন/ বসন্তকাল