চৈত্র রাতের নির্ঘুম আখ্যান


চৈত্র রাতের নির্ঘুম আখ্যান, দক্ষিণা হাওয়া বয়
নির্লিপ্ত তৃপ্তির অব স্বাদে, কথার কাঙাল ছিল জোনাকি
তাই তো আলো জ্বেলে প্রিয়ার তপস্যা,
ঘুরে ঘুরে বন বাদারে
যদি মিলে মিলন সোহাগ!
নক্ষত্ররাজি উন্মুখ স্বাক্ষী বুনে


খোলা মাঠ নতুন শৈশব ধানের ক্ষেত; আঁধার রতে
সিমান্তের সিমা ঢেকে যায়; নক্ষত্রে আলো আঁধারি খেলা
আর ফিরবে না ভোর;
সোঁদা মাটি গন্ধ বিলায় মেঠোপথে
ঐ দূর গাও হতে ভেসে আসে কোলাহল,
কুকুরের বিদীর্ণ কান্না


ঘুম হারা চোখে ওদের দলে, সেঁটে যাই তন্দ্রা ঘুমে
খিড়কির হাওয়া ঠেলে, চুপি চুপি সাজে অবয়ব
রাত বাড়তে থাকে,
গভীর হতে গভীরে নিমগ্ন
সেচ্ছায় মৃত্তিকার যৌবন বিলায়,
অমীয় নেশায় খুনসুঁটি যানান দেয়


১৪২১/৭ চৈত্র/বসন্তকাল।