আপন হারা অমানুষ বেশে


তীব্র দহনে পুড়ে
সহস্র বেদনার গীত
লজ্জায় পদানত!
পুঁজির ধূম্রজাল পাতা
কত আর কত?
ফেলা হবে থুথু; ধিক্ শত ধিক্
থুক্কু এক দোলা থুথু ঐ নিকৃষ্ট শরীরে!


মৃত্তিকার কিট বুনে যা
মানুষ কেন?
পুড়ে যায় পুঁজির বর্মে
কত শত সুবোধ মানবিকতা?


মানুষ হওয়ার শ্রমে ধরেছে ঘুণ
ন্যূন্যতম রেখাপাত করে না মনে
ধ্বংস হবি ধ্বংসের কিনারে বসে
আপন হারা অমানুষ বেশে;


১৪২২/ ৫বৈশাখ/গ্রীষ্মকাল।