দৃষ্টির আঁড়ালে রয়ে গেল চিরদিনই


দৃষ্টির আঁড়ালে রয়ে গেল চিরদিনই
কথা কাজের ফাঁকে নিত্য উঁকি
বছরের পর বছর গুলে চলছে
সেই একই লুকোচুরি!


সব কিছু ফুরাবার জন্য
অথবা ফুরিয়ে যায় একবার না একবার
সেই যে আহম্মক লুকোচুরি;
তার ফুরাবার নাম গন্ধ নাই
সুযোগ পেলেই
স্মৃতির হাঁপরে টান মারে


অথচ সে বেশ নিশ্চিন্তে আঁড়ালেই
কবিতার মোহাচ্ছন্ন আকড়
ভাবনার চেনা গলিতে যাওয়া আসা অনর্গল
ছায়ার মতো শুধু দিক পরিবর্তন;


১৪২২/ ২৮ বৈশাখ/ গ্রীষ্মকাল।