রৌদ্র পোড়া জ্যৈষ্ঠ


এই জ্যৈষ্ঠে পুকুরের জল
বেশ ঘোলা; রৌদ্র পোড়া দুপুর,
জল তেতেছে বেশ,
পানকৌড়ি তাই ডুব সাঁতারে থাকতেই
বেশ স্বচ্ছন্দ বোধ করে;


দুপুর গড়িয়ে যায় বলে
পুকুর ঘাটে বৌ ঝিদের বেশ জটলা
প্রখর রৌদ্রতাপের মাঝেও
ওপারে দুষ্ট ছেলের এক দল
গরম জলে করে দাপাদাপি


অন্য পারে,
একদল হাসের ছানা
মা হাসের পিছে পিছে
জল কেলিতে মত্ত;
মাথার উপর মেঘ হারা
খোলা আকাশে চিল গুলোর উড়া উড়ি


গাবতলার ছায়ায়
মৃদু বাতাসে শরীর জুড়ায়,
পাশে ঠায় দাড়িয়ে আম গাছটা
পাকা আমের বােটায়; কাকের ঠোঁটের
মৃদু আঘাতে গড়িয়ে পরে পাকা আমটি


ও দিকে তাল গাছের গড়ায়
বেজায় হইহুল্লা;
কাঁচা তালের বাদা কাটছে বলে
এই জ্যৈষ্ঠে বেজায় স্বাদ কাঁচা তালের শাঁস


১৪২২/ ১০, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।