জ্যৈষ্ঠের ঘুম ঘোর যোগ আসন


আমাদের প্রিয় নগরে,
জ্যৈষ্ঠের ঘুম ঘোর যোগ আসন;
রৌদ্র তাপে পোড়া নগর
লোডশেডিং এর তীব্র প্রদাহ
বিড়ম্বনায় গা সহা নগর জীবন।


গরমে যেন ত্রাহি ত্রাহি অবস্থা
কুলি মজুরের গা বেয়ে
দর দর করে ঘাম ঝরে,
সেই ঘামের গায়ে দুপুরের রোদ
চকচকিয়ে তৃঞ্চার বিলাপ ছড়ায়।


বাজারে ওলি গলির মোর ঘিরে
পসরা সাজিয়ে বিকায়
গ্রীষ্মের ফল ফলাদি; চারদিক এখন
মাছির ভন ভন আওয়াজ
পচা ফল ফলাদির,
গন্ধে এখন মৌ মৌ ডাস্টবিন জুড়ে


নগর জুড়ে,
মাথার উপর ছাতা টুকু মেঘ
তারাও পালিয়েছে, ঐ সুদূর গাও পেরিয়ে
দিগন্তের গায়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে।


১৪২২/ ১১, জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।