আঁধার পথে সুবর্ণ আলো জ্বেলে উঠে


বিংশ শতাব্দিতে এমন স্বাধীন দেশে
সবাই কি আমরা নেংটা(উদম) হয়ে আছি?
না কি সভ্য বেসে অসভ্য ভূষণে?
এখনও আমাজন উপজাতিদের মতো
তীর ছুড়ে মানুষ মেরে
কাঁচা মাংস কলিজা চিবিয়ে খাওয়া!


বার বার কেন আমরা আদিমতায় ফিরে যাই?
আদি প্রপিতামহের বর নাকি অভিশাপ?
না কি অবক্ষয়ে দাবানলে পুড়ছি সবাই?
হত্যা খুনে মিলছে বাহবা !


গুটি গুটি পায়ে বাড়ছে সন্ত্রাস, হত্যা,
ধর্ষণ ,খুন, রাহাজানি প্রতারণা, মিথ্যাচার
না কি সভ্যতায় বিকলাঙ্গ ঘুণ খাচ্ছে কুরে কুরে?
না কি নৈতিকতার পথে স্খলন?
এমনি কত বৈদেহিক আশ ফলনে বাড়ে তিয়াস ?


আঁধার পথে সুবর্ণ আলো জ্বেলে উঠে
প্রত্যাশার বিচ্ছুরণে স্বপ্ন জেগে উঠে; অবক্ষয়ের খড়গ বিনাশে
লক্ষ কোটি স্বপ্ন মশাল জ্বলে উঠে


১৪২২,৩০, আষাঢ়/বর্ষাকাল।