কথার কথা ঝরা পাতায় যায়রে ঝরে


কথার কথা যতই বল
আকাশ তারা কথা শোন; হাওয়ার সাথে কথা বলে
জীবন খানি যাচ্ছে বেঁচে।
নদীর স্রোতে যাচ্ছে ভেসে
কথার মালার কলতান; পথে হাঁটে পথিক পবন
এক তারাতে কথা সাধে।
পাহাড় গায়ে ঝরনা ঝরে
গানের কথা সুরের তালে; উর্বসি ঐ জোছনা রাতে
জোনাকি আলোয় স্বপ্ন আঁকে।
সজনে ডালে ঘুঘু ডাকে
সাদা মেঘে শরৎ হাসে; সাঁঝের মায়া কথা বলে
ঘরে ফেরা পাখির ঝাঁকে।


বাতাসের কথা বুকে সিঁধে পলে পলে জনম ধরে
কথার কথা ঝরা পাতায় যায়রে ঝরে।


১৪২২, ১৭ ভাদ্র, শরৎকাল।