এমনি বৃত্ত


কবে থেকে সেই একই বৃত্তে?
আবদ্ধ যেন যাপিত জীবন।


একই নিয়ম কানুনে
একই গদ বাঁধা দিন রাত্রীর মতো
বাঁচবার অনুসঙ্গ;
পিছন ফিরে তাকালে
শুধু কিছু স্মৃতির জটলা
ভাগারে পরে আছে জনম ধরে
তুচ্ছ তাচ্ছিল্যে-
হন্তরকের মতো মুখ ঢেকে
থাকে কালের পরতে সদা যত্নে।


এমনি বৃত্ত
সময় তালে তার পরিধী বাড়ে
তয় তার অঙ্গ ভগ্নদশায়
ভঙ্ঘুর হয় না;
নতুন খোলসে নতুন
করে পরিধী জন্মায় না
এই বৃত্ত শুধু প্রেম বিরহের
আগল খোলা উম্মাল বরিশনে
পাগলা হাওয়া-
মাতাল নেশায় মাতে।


১৪২২/১৭, কার্তিক/হেমন্তকাল।