খুব চেনা অভিমান


একদিন তোমাতে আমাতে,
দ্বন্দ্বের মূল ছিল, অভিমান।


ছিটে ফোটা ছিল না যে
প্রাপ্তির হিসেব নিকেশ; যা ছিল মন খোরা যন্ত্রণা
স্বপ্নের আতুড় ঘর,
নানা বিধো স্বপ্ন প্রসব কালের আঁধার।


তোমাতে আমাতে ছিল যত সামন্য আক্ষেপ
সমুদ্র মুখো বায়ু সেবনের নির্লোভ বাসনা,
সাঁঝ আঁধারে ভেসে আসা সমুদ্র চিলের বির্মষ চিৎকার।


নুয়ে পরা শেওলা সিক্ত বালুর নির্জীব সৈকতে,
সাঁঝ আঁধার চিরে, আর খানিক পর
জোছনা বিভাস হাতছানি।


অভিমান আর মিটল কই? পথের বাঁকে দুদিকে,
দুমুখো অভিমান! দুদিকের পথে হেঁটে গেল
দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলে!
অভিমানের গায়ে চির জনমের অভিশাপ;


১৪২২/০২, চৈত্র/ বসন্তকাল।