কথা ছিল বলে


কথা ছিল বলে,
আজ বৃষ্টি এসেছে।


উপবাসী নদীর বুকে ছিল ক্ষত;
ওম ছাড়া কি চলে?
উতল মেঘের আমন্ত্রণে।


মেঘেরদের
আধখোলা জানলায়
ফিরে এসেছিল সেই
খুব চেনা মুখ;


উঠান ভিজে থৈবচ
কাক ভেজা দুপুর
নন্দন মৃত্তিকা ভিজে সারা
কুস্তরী ঘ্রাণ ভেসে আসে
মেঘমল্লার ওপার হতে
কৃঞ্চচুড়া টইটুম্বর জলে ভিজে
মাকড়ষা তার ভেজা জাল বুনে।


১৪২৩/১৪,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।