জোনাক পোড়া আগুন জ্বলে বুকের মধ্যখানে


সব কিছুতে শর্তজুড়ে
শর্ত ভূবন জোড়া; দিন রাত্রির কাব্যকথা
কালের গায়ে বিদ্রুপ ঝুলে।


আজ কেন যে বইল বাতাস?
আকাশ চেয়ে হাসে; এদিক ওদিক মেঘ ছুটে যায়
দিগন্তে ঐ স্বপ্ন আঁকে।


বেশ তো রং ছড়াল সাঁঝ লালিমা
দিনের প্রত্যয় বুকে; স্বপ্নগুলে রাত ভেসে যায়
ভালোবাসা শুদ্ধ স্নানে জোছনা হেসে উঠে।


পাখির উড়াল পথে আকাশ নিলে
শঙ্খচিলের পথের বাঁকে; খেই হারিয়ে একটু এঁকে বেঁকে
জোনাক পোড়া আগুন জ্বলে বুকের মধ্যখানে।


১৪২৩/১৫, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।