নিবির মৌনতায় জোঁপে খোলা আকাশ পেয়ে


জ্যৈষ্ঠের আকাশে,
মেঘেদের কানপাশা; শুণ্য জলে মরা পাতার মতো ঝুলে
যেন কবিতার খরা।
ছিটে ফোটা আকাশের গায়
যত্র তত্র ধসূর রং এ লেগে রয়; কোথাও একটু জল ভারি
কোথাও আবার মৃত্তিকায় আঁকা জল ছাপ।


আঙ্গিনায় ধুলো ফুঁড়ে
বেড়িয়েছে আগাছার যুগোল ডগা
ধুলো মাখা বাউরি বাতাস; আচমকা সজনে গাছটার
আপদমস্তক ঝাকিয়ে দেয়।


মোরাডগায় পুঁইমাচা
পাতাগুলো রোদে পোড়া
ফড়িং ডানায় ঝাঁক উড়াউড়ি করে
লাল ডানার ফড়িংটা বসেছে অনেক ক্ষণ
বাতাস গায়ে মেখে হেলেদুলে দোল খায়
নিবির মৌনতায় জোঁপে খোলা আকাশ পেয়ে।


১৪২৩/২৬, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।