ঘাসের আঁড়ালে জোনাকির আত্মদহন


আত্মদহনে পোড়া,
জোনাকি; সবুজ ঘাসে
ঝোপের আঁড়ালে জোনাকির আত্মদহন
পুড়েছে তো সব তার,
জোড়া দেয়া যতটুকু হৃদয়
পাঁজরের হাড় কষ্টের মাপকাঠি মেঘ তা গুনেছিল।


খোলা আকাশ দেখবে বলে
আকাশ সৈকতে; ঢেউয়ের ডিঙ্গা ভাসে
সনাতন মদিরা আলস্য ভরে
কবিতায় তার চোখ ডুবে যায়
মৃত্যু নামের অহমিকা বারং বার কড়া নারে
পুরাতন আধুলিতে যানান দেয়
পিতামহ প্রপিতামহ তার আঙ্গিকেই
সৃষ্টির সিমানা খুঁজতে খুঁজতে
নতুন পথের বিদ্রুপ নিশানা
দ্বিমতের আলখেল্লা উড়ায়।


১৪২৩/২৮, জ‌্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।