যাতনা মাখা বর্ষা সাজ


মাখো মাখো বানের কাদা জলে
পা ফেলেছে ঝাঁক ঝাঁক পাখি,
সদ্য আগছার ঝাড়ে ডাহুক ডাহুকি
প্রেম আলাপনে ছুটে করছে ডাকা ডাকি।


বানে ভেসে আসা নলখাগড়ার বাদারটি
ভেসে ভেসে ভাটির পলির চরে ঠেকেছে,
বানে দিশেহারা দলছুট পোষা হাসেরা
সেথায় প্যক প্যক ডাকে হাসের ঝাঁক বেঁধেছে।


সাদা বক শালিকের ঝাঁক সদ্য জেগে উঠা পলির চরে
কিচির মিচির ডাকে উদাস আকাশ চেয়ে থাকে,
যে দিকে চাই শুধু জলে ভাসা জলে থৈ থৈ
ঐ দূরে মেঘের শূর নামে ঝর ঝর বৃষ্টিতে সন্ধ্যা নেমে আসে।


ঝাঁক ঝাঁক পাখিরা যায় উড়ে
কোথায় তাদের ঠাঁই মিলেছে কে বা তাহা জানে?
মানুষ মানুষেরা ভেসে ভেসে যায়রে উজান ঠেলে
সব হারিয়ে ঠাঁই মিলেছে একটু উঁচু মাঠে।


১৪২৩/০২, ভাদ্র/ শরৎকাল।