ভুতু সোনার শ্রাবণ পদ্য


ভুতু সোনার শ্রাবণ পদ্য
বানের জলে ভাসে,
কত কি যে এই বর্ষায়?
জোছনা জলে হাসে।


শাপলা ফোটা বিল হাসে
কদমতলীর ঘাট ভাসে,
দীঘির জলে পদ্ম হাসে
ভেলা ভাসে বানে।


চারিদিকে জলে থৈ থৈ
জলে ভরা টিনের টুই,
পুঁই মাচায় বানের শেওলা
বানে ভাসা নায়ে ছই।


১৪২৩/০৭, ভাদ্র/বর্ষাকাল।