যাতনা নেশা ধরায় গভীর রাত


কে যানে?
চমুকে চমুকে  নেশা ধরা
শরাব পানে একি স্বপ্নঘোর দিশা?


যাতনা গিলে চমুকে চমুকে যাতনা ত্যাজে
চোখে ঘোর আঁধার তবুও অতীত ভাসে
এ  কোন জলছবি ভাসে টলটলে স্থীর জলে।


বিরহী কাঞ্চনজঙ্ঘার শরীর জুড়ে,
এ কি পোড়া চিতা ভস্ম? অঙ্গারে জৌলুস
এ যে জনমের প্রেম!
জনম পিঞ্জরে শরাব চমুকে জাগে।


এমনি শরাব গিলে
পথিক তার পথভুলে ধুলিমাখা পথে
ধুলার ঝালড় উড়ে পথে পথে;
একি কাঞ্চনজঙ্ঘার জৌসুল পোড়ায়?
যাতনা নেশা ধরায় গভীর রাত।


১৪২৩/১২, ভাদ্র/শরৎকাল।