নতুন স্বপ্নবোনা পথ


খেই হারিয়ে যাচ্ছে সময়
দিন রাত্রির খরা,
সঙ সাজে ঐ আকাশ দ্যাখো
মাতাল হাওয়া;
নেশায় দিশেহারা।


ভাঙা তীরে নদীর কাঁদন
পলির কাদায়,
ঘোলা জলের রোদন
খসে পরে মৃত্তিকা শরীর;
পথ হারিয়ে পথিক হয়েছে বেকুব
এই তো ছিল, এই খান দিয়ে!
সেই কত কালের পুরানো পথ?
আজ তা ভেসে গেছে,
চিহ্ন যতটুকু ছিল তাও;


পায়ে পায়ে,
পায়ের ছাপ এঁকে
নতুন পথে হাঁটা,
সদ্য পায়ের ছাপ
তাতেই নিশানা জুড়েছে;
আকাশের নক্ষত্রের মতো করে,
দিনে দিনে জ্বলজ্বলে হয়ে উঠবে
নতুন স্বপ্নবোনা পথ।


১৪২৩/২১, ভাদ্র/ শরৎকাল।