কতটুকু বেলা শেষ আঁধার?


হন্তারক ছিল গুপ্তঘাতক
পিছন থেকে মেরেছিল চাকু বারং বার
পিঠ ভেদ করে হৃপিন্ড ছেদেছিল।


কালো কাপড়ের আলখেল্লা ছদ্মবেশ
প্রাণ নিয়েছে কেড়ে যথা তথা
সদল বলে গা ঢেকে চিরটা কাল
হন্তারক যুগে যুগে।


অভিশাপ আর শাপের বিদ্রুপ চোখের জল
শোকে আঁধার মুর্চ্ছনা। হাত বাড়িয়ে ছিল
আকাশ পানে, যদি মিলে বিদেহি শান্তনা।


কতটুকু বেলা শেষ আঁধার?
ধার করে এমনি জীবন চলে; বাঁচে
শঙ্খচিল তুই কেন এত দূরে?
মুক্ত স্বাধীন বলেই কি এমন নির্লিপ্ততা?
চন্দন আঁচলে এ কোন স্বপ্ন হাওয়া?
আচমকা যানান দেয়।


১৪২৩/২২, ভাদ্র/শরৎকাল।