সন্ধ্যা তারা প্রদ্বীপ জ্বালে


   খাম-খেয়ালী চলা ফেরা
        কমতি নাই রসোবোধে
   ছেলেটা বুঝি যাচ্ছে বো'খে
       কবি নামের আঁতেল বেশভুষা
   নেশার খরায় গাজা সিদ্ধি।


   স্বপ্ন ঘোরে কবিতা না কি?
             আসে সব ঝাঁক বেঁধে
   আষাঢ় শ্রাবণে ঢলের মতো
            মাছের পোনায় অবিরত
   কবিতা যেন বানে ভাসা জল
            কলকলিয়ে ছুটছে দ্যাখো।


   এমনি করে আকাশ বাতাস
         চলা ফেরায় এলো মেলো
   রং লেগেছে দিগন্তে ঐ
        পথের পথিকে গেরুয়া বসন
   সাঁঝের মেঘে রং ঢেলেছে
          সাদা মেঘ দল বেঁধেছে
   বধুয়ার ঐ মন যাতনায়
          সন্ধ্যা তারা প্রদ্বীপ জ্বালে।


১৪২৩/১৭, আশ্বিন/ শরৎকাল।