পথের পথিক


        তাই তো বলি,                                              
আজ আর পথিক পথ হেঁটো না;    
       চলায় তোর মুক্তি কই?    


       পথের বৃত্তেই তুই যে সাঁটা                              
পথ ছেড়ে আর যাবি কই?                              
      বাসল ভাল! এই পথ যে তোর;


      পায়ের কদম পরছে ধুলায়
পদতলের প্রচ্ছন্ন সেই ছাপ আঁকে
      দিচ্ছে জানান পিছন ফিরে দ্যাখো


      পথিক বটে, শুনবে কার কথা?
ধুলার পথে সেই যে রাজা
      গেরুয়া পোশাকে হন হনিয়ে চলে
                          
      জীবন বোধের মধ্যখানে,                                
মধ্য দেনায় আটকে গেলি
       নদীর যেমন জোয়ার ভাটা


১৪২৩/১৮ আশ্বিন/ শরৎকাল।