ফিরে দেখা ওই


ঘুরছি যতই এদিক ওদিক,
উপর নিচে ডানে বাম
বাতাস তবুও উল্টো দিকে,
ছুঁয়ে দেয় চুপি চুপি
বেলা শেষের দিগন্ত বল,
ছুঁয়ে থাকে গাওটির সীমা
ধরতে চাইলে যায় দূরে সরে,
উড়াল পাখি ঐ সীমানা আঁকে।


সীমানার কোণে বসে রই চুপিসারে,
আকাশের খোলা চোখ
এই বুঝি দেখে নিল,
বাতাস তা জেনে গেল পাহারায় যেতে
এখনও ঢেড় বাকি সন্ধ্যা নামার,
কদাচিত পাখির মনে পরেছে
নীড়ে সর্বনাশ ঘটেনি তো কোন!
বুকের যাতনায় মনে পরে তারে।


১৪২৩/১৯, আশ্বিন/শরৎকাল।