অধরা


বিলাসী স্বপ্নেরা,
আজীবন অধরাই রয়ে যায়।


অচেনা পথে হাঁটা
উড়ে উড়ে বেড়ানো,
ঘুড়ির মতো করে স্বপ্ন রাজ্যে
ভাবনায় বেশ ভাবাও বটে; কিছু
কিছু তো মনে গেঁথে রয়
আবার মুছেও যায়, এমনি এমনি
তাই বোধ হয়;
মানুষ বড্ড স্বপ্ন বিলাসী।


কালের আঁতুর ঘরে,
জমে রয় বদ্ধ; স্বপ্নবাজের স্বপ্নেরা
খাপছাড়া অবচেতন মনের দ্রোহ, যাতনা,
যত সামান্য সুখেরও।


১৪২৩/০৪, কার্তিক/হেমন্তকাল।