জীবন মুক্তির বার বার প্রচ্ছদ আঁকে


মুক্তির তরে সবাই ছুটছে, পৃথিবী জুড়ে কালের পর কাল
কোথায় সেই মুক্তির স্বাদ? বিড়ম্বনার এবার হবেই শেষ,
এবার তার শেষ কোথায়? বজ্রমুষ্টির ঐ কোন স্লোগান উড়ে?
আকাশে বাতাসে, খোলা মাঠে, অসহায় ঐ প্রতিবাদের মিছিলে?


আর কত কাল পরে শস্যদানা গজাবে ভেজা মাটির জলে?
আর কত কাল পরে তাজা রক্ত ঝরবে না সোদা মাটির কোলে?
আর কত কাল পরে হিংসা দ্বেষ মুছে যাবে পৃথিবীর মাটি হতে?
আর কত কাল পরে পুষ্প সৌড়ভে ভাসবে পৃথিবীর এপাড় ওপাড়?


পথ যে বড়ই ভঙ্কুর পাহাড় টিলার ধার ঘিঁসে,
পা টলে যেতে পারে যখন তখন ধ্বংসের বাজনা বাজে
তবুও পথ চলা দেখে দেখে অবিরাম স্বপ্নের চিত্র এঁকে;
জীবন তো এমনি থেমে গেলে বাড়ে মৃত্যুর আনাগুলা
জীবন তৃঞ্চা বড়ই মৃত‌্যুঞ্জয়ী আকাশে বাতাসে বাজে তারই গান
তারার কোপালে টিপ ঐশ্বর্য্য বিজলী মাখে মুক্তির গানে গানে।


মুক্তির মিছিলে রক্ত ঝরেছে কত? জীবন দানের প্রত্যয়
ক্ষয়িঞ্চুকালে, পৃথিবী জুড়ে ক্রান্তিকালের যন্ত্রণা ফিরে আসে
কালে মহা কালের মিছিলে, জীবন মুক্তির বার বার প্রচ্ছদ আঁকে
কভু মুক্তি নাহি মিলে, আকাশ বাতাসে বারবনিতার মতো
মেঘমালা যেন উড়ে, প্রকৃতির রং মাখা নিত্য নতুন সাজে।


১৪২৩/ ০৭, কার্তিক/ হেমন্তকাল।