ক্ষুধা ভূবন ভরা


ক্ষুধার জন্য যুদ্ধ না কি?
ক্ষুধার জন্য লড়াই! ক্ষুধার জন্য কি দেশান্তরি?
ক্ষুধার জন্য ভাসান ভেলা।


ক্ষুধা না কি স্বপ্ন খেকো?
প্রাণী খেকো গাছ, জানোয়ারের মতো
ক্ষুধায় যে জীবন বাঁচে; স্বপ্ন দেখা স্বাদ যাচে।
সেই স্বাদ যে পাথেয় পথের
জীবন সংশয় হলে, এদিক ওদিক ছোট ছাড়া
না না অংক কষে।


কেউ বা ছুটছে জলে ভেসে
কেউ বা পথে হেঁটে, কেউ বা ছুুটছে আত্মজা দলে
স্বপ্ন আঁকড়ে বুকে, জীবন বাঁচবে বলে।


ক্ষুধা ভূবন ভরা
আকাল পাকাল যুদ্ধ দাঙ্গা, যেন উর্বর ভুমির জন্য
মৃত্যু, ক্ষুধা তবুও লড়ছে দ্যাখো‌ ঐ জীবনের জন্য।


১৪২৩/১৪, কার্তিক/হেমন্তকাল।