মধ্য গগন পাড়ে


শঙ্খচিলের উড়াল পথ
এখন বেশ এলোমেলো,পথে নক্ষত্র আলো
জ্বালেনি বোধ হয়; খসে পরা পালক আর
যত্রতত্র খুঁজে পাওয়া ভার!
কোন পাহাড়ের খাঁজে পরে আছে হয়তো
নিঃশব্দে নির্বাক।


এখনও ঐ চকচকে উঠানে,
বিন্দু বিন্দু বালুর চিমনী ছেড়ে জলছবি ভাসে
ঝরা সজনে পাতায় মূর্তিমান ঐ তো;
মেঘে মেঘে কবিতার অভিষার।


যেতে যেতে থমকে যেতে হয়
অতীত তো সোদা পিছু পিছু,
তার ছিচকে চুরির স্বভাব; বদলায় না,
কালের সাথে তার সখ্য ভারি!
বিরহ, প্রেম, মনের যাতনা নাহি ভুলে।


তাই তো, তার পাদুকা তলে
খসে পরা শঙ্খচিলের পালক গেঁথে থাকে জনমভর
পথের বাঁকে বাঁকে, ঐ চিহ্ন আঁকে
দ্যাখো ঐ উড়ছে এখনও; মধ্য গগন পাড়ে।


১৪২৩/ ১৬, কার্তিক/ হেমন্তকাল।