রাতের যৌবনে নগর


চিত্রার্কষ দালান কোঠা, পথে নিয়ন বাতি
রঙিন আলোর ঝাড়বাতি, সাঁঝ রাতের বিদ্রুপ ছেড়ে
গভির রাতে যেন বাড়ন্ত জৌলুস, নেশায় ভুত হয়ে
অতালান্তিক ঘোরে মাতোয়ারা, বিবসে নেশায় টলে
বিবসনা রাত্রি যেন উম্মক্ত সবার, নক্ষত্রপঞ্জে মিলিয়েছে হাত
শূণ্যে মহাশূণ্যে ছায়া পুতুল যেন, বিবসনা রাত্রির অবয়ব
খন্ডিত কালে যেন রাত্রির ঘোর, নগর যেন উর্বশি দেবকি
উর্দ্ধগগনে উচ্চ তার শিড়, নক্ষত্র আলো ষ্ফটিক কোণায় বিচ্ছূরণ
জোছনার মোলায়েম পেলব, নগর ছুঁয়ে থাকে তার আশ্রয়
ইটসুরকির সৌরম্য চমকে, জোনাক লুকিয়ে যায় বনে
ঘুম যাতনায় পালিয়ে লজ্জাবতি, নিয়ন আলো বড়ই অসয্য তার
গভির রাতে দেরাজ খোলা, নেরি কত্তা গুলোর কুঁই কুঁই  আওয়াজ
ময়লার ভাগার জুড়ে ওদের সরগোল, খাবার খোঁজার নিত্য দাঙা
সৌরম্য নগরজুড়ে কোলাহল রাতভর, যেন ঐশ্বর্য্য ঠিকরে পরে


ভোরের আলো ফুটতে না ফুটতে,
প্রিয় নগর; তার খোলস বদলায়, মিলিয়ে যায়
যেন তার যৌবন জৌলুস।


১৪২৩/১৯, কার্তিক/ হেমন্তকাল।