বিনোদিনী, নন্দন নগর আমার


নন্দন বিনুনি রুপে বাঁধা,
এ যে স্বপ্ন নগরি। প্রথম যৌবনে স্বপ্ন আর বিলাসীতা
জুড়ানো নন্দুর রাজ পথ বড়ই আচানক, অলীক সুখের।
শত ক্ষতেও আশার আলো জ্বলে,
চিন চিনে ব্যাথায়; ক্ষয়ে যাওয়া সুখতলি যাতনার
খাঁজে খাঁজে অলীক প্রেম দিচ্ছে উঁকি চুপিসারে।


কষ্টে চুপেসে যাওয়া লজ্জাবতি
ফুটপাতের বর্ণিল পাথরের ফাটলে নেতিয়ে রয় সুখে।
আঁধার রাত পেরুনো আকণ্ঠ অপেক্ষা, আলো ফুটলে আবার
জেগে উঠে নিত্য নতুন সজিবতায়।


ঠিক যেন ইট সুরকির পথে পথে, ঘাম ঝরা শ্রমে
বিপন্ন আঁধার ঠেলে আসবে বেরিয়ে ঐ অলীক সুখ;
অতালান্তিক সেই প্রথম যৌবনে মতো
একটু একটু করে আশায় বেড়ে উঠা।


বেড়ে উঠার ঐ যে একটুকরো আশা,
নন্দন নগরে,কালের ফলায় গেঁথে থাকে নিত্য।
খসে পরে নোনা ধরা পাঁচিল, তবুও নতুন সাজে প্রত্যহ
বিনোদিনী, নন্দন নগর আমার।


১৪২৩/২৪, কার্তিক/ হেমন্তকাল।