এই হাত দিয়ে


এই হাত দিয়ে কত কথা?
আঙ্গুল তুলে যানান দেওয়া, কত কাহন ইশারায়?
হাতে হাত রাখা, পরশ পেলব ছোঁয়া স্মৃতির বুনুন
হাত তুলে ঐ আকাশ দেখা, তারার মেলায় তারা খোঁজা
হাত ডুবে আঁধার ঢেকে, স্বপ্ন যাপন ডুব সাঁতারে।


এই হাত দিয়ে, জল যাপন তৃঞ্চার তরে
হাত দিয়েই বর্ণমালার আঁকিবুকি, কবিতার ঐ ছত্রে ছত্রে
মনের হাতে স্বপ্ন রচে, গাঙচিলের ঐ ঢেউয়ে উপর উড়াল ডানা
হাল ধরেছে শক্ত হাতে, পালতোলা ঐ নৌকা চলে।


হাত রেখে প্রেমিক যুগল, ভালোবাসার আঁচড় কাটে
যত সামান্য ছিল হাতে, মাদুলিতে তা ঝুলে  বুকে
হাতে হাত মর্মভেদে কত সুন্ধির আঁজলা ভরে? বিরহে ঐ
মেঘ বালিকা হাত ছড়িয়ে, ঝর ঝর বৃষ্টির গান যে ধরে।


হাতে ছিল না বলে, কত বাহানায় আঁধার নামে?
হাতে ছিল যতটুকু! তাও ফুরালো জোছনা ফিরবে বলে রাতে
হেমন্তের শিশির ভেজা ঘাসে, হাত ডুবিয়ে নিলাম শিশির ছুঁয়ে
এ কোন জলছবি ভাসে? শিশির ভেজা ঐ হাতে।


১৪২৩/৩০, কার্তিক/ হেমন্তকাল।