ফিরব না আর


ফিরব না আর
লেন থেকে লেনে গলির অর্ন্তধানে,ঢেকেছে যাপিতকাল
শহুরে হয়ে উঠা কালের মুর্চ্ছণা।
হেমন্তের ফর্সা সকাল,
কত কাল শিশির ভেজা নরম রোদ গায়ে মাখে না? আধুলি বিকেল
শিন শিনে হাওয়া গায়ে আব্রু ঢাকে না।


হেমন্তের বিলে টলটলে জল
শিরশিরে বাতাস নিঃশব্দে ঢেউয়ের বিলি কেটে যায়
পলির নরম কাদায় পাখির পায়ের ছাপ শুকায়।
মেঠো পথ সবুজ ঘাসের গালিচা
ভোরের শিশিরে গা ধোয়া রোদে চিক চিকে, মাছরাঙা ডালে
আধো সবুজ শ্যাওলায় ঘুরে মাছের ঝাঁক।


যাপিত কাল যাচ্ছে ক্ষয়ে,
আধুনিক নকশার বুনুন জ্যামিতিক বিচিত্র বিভেদে, অবসর কই?
বাঁচবার যাতনা দিকভ্রান্ত ছড়িয়ে যায় দিগন্তে।


১৪২৩/ ০৩, অগ্রহায়ণ/ হেমন্তকাল।