যাপিত কালের নগর ভার্সন


তিলত্তোমা গড়তে নগর, গরিয়ে গেল
বেশ কয়েক দশক!
ফাইফরমাস ঝাড়া মোছা সার, একই জায়গায়
বালু বদলে ইট সুরকি;


মেঠোপথে বিছানো
ঐ যে সবুজ আগাছার ঝাড়, পাচ্ছে শোভা
ঝুলবাড়ান্দায় ঝুলছে টবে রঙে রাঙা
যত সামান্য হাওয়ার আসা যাওয়া
আকাশ দেখা নাই বা হল! নিয়ন আলো তাই জ্বলুক
আলোয় মোরা রঙ চরিয়ে যাক বেলা।


বাহারি সব পোশাকে মোরা, তিলত্তোমার রং ধরে
বটের ঝুরি নাই বা দেখা, একটু বসে ফুটপাতের ঐ বেঞ্চিতে
কেউ বা হাসে অট্টহাসি, কেউবা হাসির ভ্যান করে
লুকিয়ে বাঁচে জীবন থেকে, বাঁচতে না না ছলচাতুরি।


কই থমকে যায় না তো?
পথিকের মতো; তবুও বদলের ধারায়
নগর হাসে নিত্য নতুন ভোল পাল্টে, পরিবর্ধন পরিমার্জনে
যাপিত কালের নগর ভার্সন।


১৪২৩/০৬, অগ্রহায়ণ/হেমন্তকাল।