সদা প্রত্যহ


কে যেন আমাকে খুঁজছে?
অনেক দিন যাবদ খুঁজে পাচ্ছে না কি?
কে, কি এমন, কেনই বা আমাকে খুঁজে পায় না? খুঁজে পাবেই
বা কি করে? আমাকে তো কেই চেনে না? কি চিহ্ন আছে আমার
শরীরে অবয়বে যা দেখে চিনবে আমায়।
আমি তো সবার সাথেই মিশে থাকি, তাই বোধ হয়
চিনতে পারছে না আমায়।


মৃত্তিকা সোদা বর্ণে ঘ্রাণে আত্মজা
নিবির দানে সদা তৎপর; সেই তো ঘ্রাণে বেড়ে উঠা
বুঝেনি কেউ? জানে নি কেউ? নাকে শুকে দেখেনি কেউ?
বিমর্ষ বিদ্রুপ যন্ত্রণা কাতরতায় পুঁচেনি কেউ?


কে বা কাহারা খুঁজে আমায়?
এখন আমি তো মৃত্তিকায় শোষণে শ্লাষিত দ্রবণ
হাজার খুঁজে পাবে না পৃথিবীর জীবিত কুলের জীবেরা
হয়তো আমাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছে;
হারিয়ে যাওয়ার তালিকায় এখন; সদা প্রত্যহ।


১৪২৩/১৫, অগ্রহায়ণ/হেমন্তকাল।