হয়তো অভিমান ধুলোর আস্তরে ঢাকে এখনও


অফিসে টেবিলের ড্রয়ের,
কেন জানি এমনি এমনি ভরে উঠে, দিন পেরুলেই
যেন হাবি জাবিতে ঠাসা; বেশ বিরক্ত বিষয়,
এত পরিষ্কার করে রাখতে চাই
অথচ দ্যাখো কয়েক দিনের মধ্যেই আবার যে কার সেই।


চিরকুট, নোট, পেপার কাটিং, আরও অন্যান্য
খুব দরকারি মনে হয় অথচ কয়েক দিন পরই
মনে হয় ময়লার ভাগার, কি হবে ওগুলো দিয়ে
দেখে দেখে ময়লার ঝুড়িতে ফেলা; বাহ বেশ ড্রয়ের টা
খুব পরিষ্কার লাগছে এখন।


এমনি এমনি কত কি যে?
গুছিয়ে রাখা তাকে থরে থরে, অভিমানে ফেলে রাখে
মাঝে মাঝে ধুলোও ঝেড়ে যত্ন করে মুছে;
আগাছার যত্ন আত্তি যেন! টেবিলের ড্রয়ের মতো
কিছু কিছু ময়লার ভাগারেও যায়; কাটছাট করেও
হয়তো অভিমান ধুলোর আস্তরে ঢাকে এখনও।


১৪২৩/১৬, অগ্রহায়ণ/হেমন্তকাল।