নগর সাতকাহন


এত এত বিড়ম্বনা!
ধুলো, ময়লার ভাগার, রাস্তা ঘাটের কাটুকুটি
প্রত‌্যহ জোড়াতালি চলে; তিলত্বমার তরে
নগর যাকে বলে, গ্রাম গঞ্জ থেকে বেশ আলাদা।


তবুও শত বঞ্চনার মাঝেও
প্রিয়তম এই শহর আমার; একান্ত আমার
খুব খুব আপন! স্বপ্ন বাঁচায় এই খানে
মায়ের টান অনুভূত! ছেড়ে যেতে বড়ই ভয় হয়
এখানে আছি বলে, হয়তো একটু স্বস্থিতে বাঁচা স্বপ্ন ধরে।


প্রিয় শহর অভিমানে বিষাদে ঢাকে,
স্বপ্ন নিয়ে খেলা করে, পান থেকে চুন খসলেই
অভিমানে মুখ ফেরায়, চন্দনার শত ডাকেও
সূর্যাস্তরের শত আহবানেও ফিরে না, রক্তঝরা বিষাদে
আপদমস্তক ডুবেও, প্রতিবাদে মুখ খুলে না
শুধু কালের স্বাক্ষী হয়ে, বেঁচে থাকে যুগ যুগ ধরে।


১৪২৩/১৯, অগ্রহায়ণ/হেমন্তকাল।