নগর জুড়ে উত্তরের ক্ষেপ


উত্তরের ক্ষেপ,
শিন শিনে বাতাসের আলতো ছোঁয়ায়
নগর বেশ! ওম দেয়া চাদর গায়ে; কন কনে ঠান্ডার
আমেজ মাখবে বলে, অপেক্ষার প্রহর গুনছে।


বেলা শেষে,
হেমন্তের মলিন নগর ধুলোর বিদ্রুপ
শিশিরে আধো ধুলোমাখা ফুটপাত
অগোছালো পলিথিনে চাওয়া ঘর; হাওয়ায় কাঁপে
ইটের ফাঁকে উনুন, চাল সিদ্ধ ভাতের ধুঁয়া উঠে।
সন্ধ্যার লালিমায়,
ধুলো মাখা চকচকে নগর মোহনীয় ভেলায় ভাসে
নীল আকাশ জুড়ে ছেঁড়া ছেঁড়া মেঘের আচ্ছাদন
কৃঞ্চচূড়া বকুল সেগুন কাঠবাদাম;
পাতার প্রচ্ছদ আঁকে।


সবুজ ঘাসের গালিচায়,
লজ্জাবতীর শরীর বিছিয়ে রাখে; সাঁঝের মাদকতা ছুঁয়ে
কাঠবিড়ালীর ছুটাছুটিতে আলতো ছোঁয়ায়
বেবস জড়সর লাজে মরে।


১৪২৩/২০, অগ্রহায়ণ/হেমন্তকাল।