জোড়তালির জীবন বৈভব


জোড়তালির জীবন বৈভব,
আঁকা বাঁকা সরল পথে হাঁটা। খুঁজিতে খুঁজিতে মুক্ত বলয়, বৃত্তে পরিতেছে ধরা। আগুপিছু না ভেবে সমুখ পানে চলা। এ কোন পথ? যাপিত কালে না যায় তা বলা।


হাঁপিয়েছে পথিক সজ্জন,
আঁকা বাঁকা পথে হেঁটে। হাঁপর টানে বুকে ছাতি। তৃঞ্চায় কহর ডাকে। বেঙ্গমা বেঙ্গমির মুখ চোখাচুখি, পথিক পানে চেয়ে। এবার পথের দিশা, দেও না তারে! ফিরে যাক আপন ঘরে।


সবাই ফিরে নিয়তির পথে,
ক্ষয়ীঞ্চু কালের খেলা। কে বা যায়রে আগে পিছে, কেউবা নন্দন হারা। পথেই ছিল যে বিছানো অমূলক। দেখিতে তাহা নাই রে। কোথায় তবে সেই বিভুতিষ্ফুরণ? অকালে নিয়তি হারা।


১৪২৩/২৯, অগ্রহায়ণ/ হেমন্তকাল।