আকাশের নীল বদলেছে খানিক


যত দূর চোখ যায়,
আকাশের নীল বদলেছে খানিক
কুয়াশায় ঢাকা চাদরে
আস্তরণে বিভেদ জুটেছে; শুধু আঁধার
উপর নিচে,
সমুখে পিছে, ডানে বামে।
কুয়াশায় আলোর খেলায়
মৃদঙ্গ বাজে, পুচ্চ নাচায় দোয়েল
ডোবার কাদা জলে শালিকের ঝাঁক
পৌষের আমেজে।
নলখাগড়ার বনে,
ডাহুক ডাহুকি কুয়াশার জলে ভিজে
মাঝে মাঝে গা ঝাড়া দিয়ে
উঠছে, যুগোল আহ্লাদে।


সময় বদলায়,
পৌষ সেই একই; ঋতুর মৌনতায় বাঁচে
ভুঁইয়ের আইল পথ মিলিয়ে গেছে
হাজারও পদভারে।


১৪২৩/০৭, পৌষ/ শীতকাল।