সে কি ভুলেছে সবই?


সে কি ভুলেছে সবই?
যাতনা অভিমান ছিল যত
যৌবনে সোদা গহনজুড়ে; সাপের খলস
খসে পড়ার মতো!
বার বার যন্ত্রণায় পুড়েছি কি শুধুই একা একা?
পলাশ শিমুলের ঝরে পড়া পাঁপড়ি
বিধুঁর বেদনায় ধুলো মাখে গায়; ছুঁয়ে যায়
দক্ষিণা বায়ু! উদাস মেঘ উড়ে যায়
নীলের পর্দা উড়িয়ে।


ঝুল বারান্দায় নিলাজ হাওয়া
বার বার ছুঁয়ে করেছে এলোকেশ, সুবর্ণ মুখটি
ঢেকেছে কিয়াদংশ; আঙ্গুল চেপে সরিয়ে কেশ
মেঘের পরে নীলের দো'টানায়
পড়েছে ভুলে, আচমকা ভাবনা কড়া নারে।
======


ফিরতে যদি এ অবেলায়!


ফিরতে যদি এ অবেলায়!
শিমুল পলাশের দিয়ে ছুটি; অঙ্গন ভরছে মৌ মৌ
সুবাসে, ফাগুন এসেছে বলে।
সদা ভেসে আসে কোকিল কুহু
ঝপঝাড়ে আনাচে কানাচে; উতল হাওয়া মাতাল আজ
যৌবনের দোলা চলে।


কে বা কোথায় দেখেছে তারে?
পথে পথে ঐ দিগন্ত পাড়ে; অজানা পথে হারিয়ে ছিল
সেই কবে গোলাক ধাঁধাঁর আচ্ছাদনে?
এই বুঝি ফিরবে সে?
নন্দন কোলাহল ফেলে; এমন মায়ায় বেঁধেছে মেঘ
ঝর ঝর ধারায় বৃষ্টির গহন ঝরে পড়ে।
====


সে দিনের সেই পরাজয়


সে দিনের সেই পরাজয়
আজও পোড়ায়!
নন্দনপুরে এ কোন নন্দন বিরহ?
বন্ধ ঘরের যন্ত্রণা সম।
এমন বসন্তে,
যেন ভারি বাতাস বয়!
চিক চিক করে বিদ্যুৎ চমকায় যেন
ফেলে আসা শৈশব;
নাটাই হাতে রাঙা ঘুড়ি উড়ায়।
সময় বন্ধ্যা আজ,
কুঁড়ে কুঁড়ে খায় নচ্ছর পারিজাত
অমুলক প্রদাহ।
ডাক সাইটে এ কোন আঁধার?
বিজলী চমকায় নির্বোধের আখড়ায়।
=====


সে কি এখনও উচ্ছ্বলতায় হাসে?


সে কি এখনও উচ্ছ্বলতায় হাসে? অযথা এমনি এমনি। নকল সুরে পাখিদের ডাকে ব্যঙ্গ করে, হো হো করে হেসে আটখানা। পুকুর ঘাটে সদা তৎপর সাঁতার হইহুল্লুর। বৌ ঝিদের আদরের পঞ্চসখি ছিল যে! নদের নন্দনপুরে। সময় কালের সেই যে সন্ধ্যাবতি গাও। যে গাঁয়ে ছিল তারই নাড়িপোতা, শৈশব, কৈশর, যৌবন।


কনকাঞ্জলি লেপনে সেই যে বিদায় নিয়ে চলে গেল! সে কি আর ফিরেছে কখনও? যদি ফিরে আসো কখনও! দেখে যাও, নন্দন পুর এখন স্মৃতিভ্রম। আলখেল্লায় বাহারি, নেই কোন চিহ্ণ আর তোমার মায়া মাখা বন্য অতীত! তয় এসেছে নতুন বসন্ত। দক্ষিণা খোলা হাওয়া বয় নির্লিপ্ত।
=====


জানি, পোড়া অভিমান


জানি, পোড়া অভিমান
পুড়িয়েছে সব!
না হয় কিয়াদংশ
এখন যত সামান্য
মায়া রেখেছে বেঁচে।
সরদ বাদনে,
এ কোন রক্ত ঝরে?
বুকের ক্ষতে!
সে ক্ষতে এখন কালসিটে
অঙ্গার দাগ।
মূর্তিমান দহন
পলে পলে পোড়ায় অর্হনিশি
রং ছড়ায় ঐ উদাস নীল
আকাশ অম্বর;
করেছে বিদ্রুপ অহরহ
প্রেম নামক মূর্তিমান
মায়ার কঙ্কাল।
=====


২০শে ফাল্গুন/বসন্তকাল/১৪২৩