করোতালি বাজায় নৈঃশব্দ


দক্ষিণা বাতাসের সাথে,
বন্ধ্যা সময় যেন!
করোতালি বাজায় নৈঃশব্দ।


ঢলে পরেছে বেলা
আত্মস্থ সারা দিনমান
অনলে পোড়ায়
পূণ্য জমে ছিল যতটুকু!
কিয়দংশ
মিশে গেল
সোনাতনা হাওয়ায়
বাঁকিরা সব
চুষে নিল;
মৃত্তিকার শরীর।


ডুবেছিনু,
ডুবসাঁতারে জীবনভর
করিৎ কর্মা বলে কথা!
ফিরে এলো,
সেই সোনাতন আনা পয়সা।


১৪২৩/১৬, চৈত্র/বসন্তকাল।