++++চৈত্রের বালুকা বেলা


কই এ সব বিষয়ে
কোন কথাই তো হয় নাই!
বিষয়গুলো ছিল প্রাণান্জল।
হাস্য করও বটে
যা, সাধারণ পথিকের চলার মতো
বাতাস বয়ে যায় নির্ভার চঞ্চল
রৌদ্র পোরা রোদন ভরা আকাশ ছিল
বেশ নির্ভার, অমিয়ীভূষণে


চেয়ে চেয়ে দেখার মতো কথা বলা
হয়নি মোটেও
দমকা হাওয়া
বালুময় চঞ্চল উড়ার ডানায় ছন্নছাড়া
গতির মতত্তায় মাতে।
ক্ষণে ক্ষণে কত কথা বয়ে চলে হাওয়া
নিয়ে যায় নিশ্চল দিগন্ত পারে।
সেথায় জমে রয় মেঘ দল সনে
কথার সহ সনে।


কই কথাই তো হলো না
চৈত্রের বালুকা বেলা।


আজ ৪ চৈত্র ১৪৩০