_____অচেনা


কত, কত কাল অচেনা রইবে বল?
অচেনা যে মাধুর্য আঁকে; মেঘ মল্লার ও পাড়
সে তো এক মায়া।


মায়ার আঁষ্টে পিষ্টে গাঁথা
অচেনার পরতে পরতে আঁকা; নৈনাতিক দূর পরিসরে হাঁটা
যেন পথিক তার অচেনা পথে জনম ভর।
অচেনায় তাবড় রহস্য ঘুমায়
বৈদেহিক যাতনায় খুঁজে ফিরে; দূরগম পথের স্বপ্নঘোরে
প্রলয় ছড়ানো বিদিশায়।


স্বপ্ন ঘরে অচেনারে প্রচ্ছদ আঁকে
সেই প্রচ্ছদে লীলা, কর্ম; সময় কাল ঘিরে
অচেনারে মায়ার বৃত্তে ভরে।


আজ ১২ পৌষ ১৪২৯