_____ফেরারি ঐ নীল আকাশ


ফেরারি ঐ নীল আকাশ
যতটা না চাই; ঢের বেশী চাও তুমি,
মদিরতায় মরীচিকা নেশা, তাই তো এতো প্রচ্ছন্ন টান
অমোঘ সান্নিধ্য চাওয়া! বিনোদিনী কাঞ্চজোঙ্ঘা
তোমারই মতো চাতুরতায় ছুঁইয়ে রয়।


মরীচিকা পিছে ছুটতে ছুটতে
অনামা বাসনা গুলো অপার ছায়া নক্ষত্রপুঞ্জে
হারিয়ে যায় পালিয়ে রয়, কতক যাতনা সয়ে
ত্রিমাত্রিক ভাবনার কোষগুলো
প্রেম নকশায় গেঁথে রয়
অধরা ঐ আকাশটার মতো আঁকে
তোমার প্রবঞ্চনা।


এ যে তিক্ততার জাল; কোথায় কোন অভিমান
নিষিক্ত তার যাতনা গাঁথে
শিশির বিন্দুর মতো করে মাকরষার জালে
আজ তাই ফেরারি তোমার বোধন আঁকে
নীলের অন্তধানে,মরীচিকা প্রলাপ।


১৪২৬/ পৌষ/ শীত কাল।