________স্বপ্ন মিথের দুয়ার খোলা


নয়নে নয়ন বাধিতে, যাবে আর কত কাল?
মরি মরি আরব্য রজনী নাই যে সেথায়; নিত্য বিরহ কাঁধে
জোছনার ঝালড়ে ঐ দ্যখো যায় ভেসে যায় জাদুর গালিচা
সমুখ দিয়ে গেল দ্রুত লয়ে।


সভ্যচারী নয়ন যে তার পুড়িয়েছিল ক্ষণকাল
সেই পোড়াইতো এখনও পুড়ে দাবানলে দেহ মন
আঁচলে তার স্বপ্ন ছিল যত নয়নে তা, করেছে নিঃশেষ
অভিমানে যে টুকু ছিল আশ্রয়;
তাও ক্ষয়েছে চুইয়ে চুইয়ে পড়েছে বিলাপ
আধার রাত বির্নিমানে।


নয়নে নয়ন বাধিতে আলোঘণ জোছনা ছিল সম্বল তার
জোছনা ফুরালে ঘোর আধার নামে
সে এক বিষন্ন ঘোর আধার; নয়ন বুজে আসে
কালো আধারের শামিয়ানা বিবর্ণ অতীত খেই হারিয়ে
বার বার ফিরে আসে, আধার মহিমায়।
রাতে নিকোশ কালো আধার যেন খসে পড়ে
বরফ গলা চুইবিন্দুর মতো


নয়নে নয়ন বাধিতে, যাবে আর কত কাল?
অমানিশার তপ্ত দহন পোড়ায়ে নিঃস্বার; বেলা উঠে সারা
গহন লাগা কালে বিদ্রূপ বিলাপে, বায়ু বয় নির্শত সীমায়
নয়নে নয়ন বাধিতে; স্বপ্ন মিথের দুয়ার খোলা।


১৪২৯/ জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।